শেরপুর, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার বিকেল ৪ টায় শহরের নিউমার্কেট মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রঘুনাথ বাজারে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, যুগ্ম-আহ্বায়ক আবু রায়হান রুপন, শফিকুল ইসলাম মাসুদ, কামরুল হাসান, সানসিলা জেবরিন প্রিয়াংকা প্রমুখ।
এ সময় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন, ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন অর রশীদ মামুন ও সদস্য সচিব নিয়ামূল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম আহাম্মেদ সিদ্দিকী বাবু ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।