বাকৃবি শিক্ষার্থীদের দাবি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৭ আপডেট: : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২০
ফাইল ছবি

ময়মনসিংহ, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের কর্মক্ষেত্র সম্প্রসারণ ও চাকরির নিশ্চয়তা সংক্রান্ত দাবির প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থান তুলে ধরেছে।

বাকৃবি প্রশাসনের লিখিত বক্তব্যে বলা হয়েছে, গত ৭ আগস্ট শিক্ষার্থীরা চাকরির সুযোগ বাড়ানো এবং ডিগ্রির পূর্ণ স্বীকৃতিসহ বেশ কিছু দাবি উপাচার্যের কাছে লিখিতভাবে জমা দেন। বিষয়টি দ্রুত সমাধানের লক্ষ্যে গত ১২ আগস্ট প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি ভেটেরিনারি অনুষদের শিক্ষকবৃন্দ, শিক্ষা মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, ইউজিসি ও বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলসহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা করে একটি সুপারিশমালা প্রণয়ন করে।

এরপর ৩১ আগস্ট সকাল ১১টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সেই সুপারিশমালা উপস্থাপন ও আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রায় আড়াই শতাধিক শিক্ষক ও কর্মকর্তা, যাদের মধ্যে নারী ও বয়োজ্যেষ্ঠ শিক্ষকরাও ছিলেন।

সভার শেষভাগে শিক্ষার্থীরা সন্তুষ্টির কথা জানালেও পরে পরিস্থিতি পাল্টে যায়। প্রশাসনের অভিযোগ, শিক্ষার্থীরা সভা শেষে অনেক শিক্ষক ও কর্মকর্তাকে তালাবদ্ধ করে রাখেন। দীর্ঘ আট ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাধিকবার আলোচনার চেষ্টা করা হলেও তারা তাতে সাড়া দেননি। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছে। নারী শিক্ষকরা অসুস্থ হয়ে পড়লেও তাদের বের হয়ে আসার সুযোগ দেওয়া হয়নি। পরে আটকে পড়া শিক্ষকদের আত্মীয়-স্বজনরা জয়নুল আবেদিন মিলনায়তনের আশপাশে ভিড় জমায়। রাতে অডিটরিয়ামের দক্ষিণ ও মুক্তমঞ্চের দিকের গেটের তালা ভেঙ্গে শিক্ষকদের বের হতে সুযোগ দেয় ক্যাম্পাসে অবস্থানকারীরা। কিন্তু এই বিষয়টাকে বহিরাগত উল্লেখ করে অপপ্রচার চালাচ্ছে ষড়যন্ত্রকারীরা।

একইদিন রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ভার্চুয়াল জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বার্থ ক্ষুণ্নকারী ও সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর হামলাকারীদের বিষয়ে অতিদ্রুত তদন্ত কমিটি গঠন করবে। এছাড়া, কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে দৃঢ় সংকল্প প্রকাশ করছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩৪ বছর ধরে ইসরাইলে বন্দি দুই ছেলে ঘরে ফিরছে, আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা-বাবা
সংঘর্ষে আফগানিস্তানের ২০০ জন নিহত : পাকিস্তান
চাঁদপুরে তিন দোকান মালিককে জরিমানা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৬৮ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
বিমান নিরাপত্তায় যুক্তরাজ্যের মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেল বেবিচক
লেবাননে ইসরাইলি গ্রেনেড হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী আহত
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে হবে : দুদক কমিশনার
মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 
১০