রাঙ্গামাটিতে কফি ও কাজুবাদাম সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষণ

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২০
জেলায় মঙ্গলবার কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

রাঙ্গামাটি, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, বরকল উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম প্রমুখ।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, কফি ও কাজুবাদাম চাষ পার্বত্য এলাকার জন্য ব্যাপক সম্ভাবনাময়। পার্বত্য এলাকার কৃষি ও কৃষকের আর্থসামাজিক উনয়নে পাহাড়ে কাজুবাদাম ও কফি চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাহাড়ের পরিত্যক্ত জমি চাষাবাদের আওতায় আনার পাশাপাশি পাহাড়ে কাজুবাদাম ও কফি চাষ সম্প্রসারণে সার্বক্ষণিকভাবে কৃষকদের সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এ কর্মশালায় রাঙ্গামাটি সদর, নানিয়ারচর, কাপ্তাই, কাউখালী উপজেলা ও কৃষি তথ্য সার্ভিসসহ জেলার ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
উত্তরায় আনসার-ভিডিপি মহাপরিচালকের মন্দির পরিদর্শন
জামায়াতের আমীরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
১০