মাগুরা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় বৃক্ষরোপণ, চারা বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল এসব কর্মসূচির আয়োজন করে।
আজ সকাল সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেজভী জামান। এ সময় জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রকৃতিকে ভালোবাসতেন এবং বৃক্ষরোপণে উৎসাহ দিতেন। তার স্মৃতিকে শ্রদ্ধা জানাতেই আজকের এই আয়োজন। পরিবেশ সংরক্ষণ ও মানুষের কল্যাণে গাছ লাগানো আমাদের লক্ষ্য।
কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণের পাশাপাশি নবগঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।