চট্টগ্রাম (উত্তর), ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার সন্দীপে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আশ্রাফ (৩৫) কে দীর্ঘ ১০ বছর আটক করেছে র্যাব।
গতকাল সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুন্ড থানার শুকলাল হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে আশ্রাফকে আটক করা হয়। আশ্রাফ উপজেলার মগধরা ইউনিয়নের আব্দুল মোতালেব প্রকাশ মানিকের ছেলে।
আজ মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।