জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার উত্তরপত্র বিতরণ ৭ থেকে ১১ সেপ্টেম্বর

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৭

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি (পাস) এবং সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সাদা উত্তরপত্র ও আনুষঙ্গিক সামগ্রী বিতরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রক পরীক্ষা মো. এনামুল করিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত গাজীপুর ক্যাম্পাসসহ বিভিন্ন আঞ্চলিক কেন্দ্র থেকে উত্তরপত্র ও প্রয়োজনীয় মালামাল বিতরণ করা হবে। সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষ বা তাদের অনুমোদিত প্রতিনিধি (পরীক্ষা কমিটির সদস্যদের মধ্যে কেউ একজন) প্রাধিকারপত্রসহ হাজির হয়ে এসব সংগ্রহ করতে পারবেন। প্রথম দিন ৭ সেপ্টেম্বর (রোববার) ঢাকা বিভাগ, ফরিদপুর, রাজবাড়ী, কুমিল্লা ও চাঁদপুর জেলার উত্তরপত্র গাজীপুর ক্যাম্পাস থেকে বিতরণ করা হবে। ৮ সেপ্টেম্বর (সোমবার) ঢাকা মহানগর ও ময়মনসিংহ বিভাগের উত্তরপত্র বিতরণ করবে। 

১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) একসঙ্গে বেশ কয়েকটি বিভাগের কলেজকে উত্তরপত্র দেওয়া হবে। এর মধ্যে রয়েছে খুলনা বিভাগ, গোপালগঞ্জ, বরিশাল বিভাগ, মাদারীপুর, শরীয়তপুর জেলা, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ।

অন্যদিকে, প্রতিটি বিভাগের জন্য আলাদা আঞ্চলিক কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। যেমন খুলনা বিভাগের জন্য সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে অবস্থিত কে-ডিএ ভবনে উত্তরপত্র বিতরণ করা হবে। বরিশাল বিভাগের জন্য রূপাতলীর সোনারগাঁও টেক্সটাইলের বিপরীতে কেন্দ্র রাখা হয়েছে। রংপুর বিভাগের বিতরণ হবে বিনোদপুরে বিএনসিসি মোড়ের কাছে, আর রাজশাহী বিভাগের জন্য বড় বটতলা, ঘোড়ামারা থেকে বিতরণ হবে। 

সিলেট বিভাগের উত্তরপত্র বিতরণ হবে আহাদ ভিলা, পাঠানটোলা পয়েন্ট থেকে এবং চট্টগ্রাম বিভাগের জন্য হাটহাজারীর ভাটিয়ারী লিংক রোডের আঞ্চলিক কেন্দ্র থেকে বিতরণ করা হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্ধারিত তারিখেই কেন্দ্র থেকে উত্তরপত্র ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করতে বলা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
উত্তরায় আনসার-ভিডিপি মহাপরিচালকের মন্দির পরিদর্শন
জামায়াতের আমীরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
১০