দিনাজপুরের ৬ ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা 

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪১
ছবি: বাসস

দিনাজপুর, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার ৬টি ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো, রফিকুল ইসলাম বলেছেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম একটি সামাজিক ব্যধি, সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের মাঝে বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশ থেকে বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধ করা সম্ভব হবে বলে তিনি ঘোষণা দেন।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় শহরে শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন,সদর উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ প্রশাসনের যৌথ আয়োজনে এবং দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে ৬টি ইউনিয়ন আদর্শ ইউনিয়ন ঘোষণায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি এ সব কথা বলেন।

জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মো. আলমগীর হায়দার, কাজী সমিতির সভাপতি কাজী মো. আব্দুস সাত্তার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোছা. শাকেরিনা বেগম, দিনাজপুর ধর্ম প্রদেশ ভিক্টর জেনারেল ফাদার কেরুবিম বাক্লা সহ প্রমুখ।

বাল্যবিবাহ ও শিশুশ্রম নিরসনে ঘোষণাপত্র পাঠ করেন শিশু প্রতিনিধি মো. আল মমিন ও নুসরাত জাহান মিতু। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার জন পল স্কু ও ইস্টেলা সরেন।

জেলা প্রশাসক সহ অতিথিবৃন্দ অনুষ্ঠানিকভাবে জেলার সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়ন আউলিয়াপুর, শেখপুরা ও আস্করপুর ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ইউনিয়ন এবং ফাজিলপুর, সুন্দরবন ও উথরাইল ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগা খান পদক বিজয়ী মেরিনা তাবাসসুমকে সংস্কৃতি উপদেষ্টার অভিনন্দন
দ্বিতীয়বার আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
মিয়ানমারে নতুন করে নৃশংসতার বিষয়ে সতর্ক করলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান
মহাখালীতে কিডনি কেয়ার সেন্টার স্থাপনে ডিএনসিসি ও সোনার বাংলা ফাউন্ডেশনের চুক্তি
রাজশাহী ও বাগেরহাটে দুদকের অভিযান : দুর্নীতি ও অনিয়মের সত্যতা মিলেছে
বৈদেশিক মুদ্রায় ঋণ, ওভারড্রাফট, গ্যারান্টি সংক্রান্ত নীতিমালা সংকলন করেছে বাংলাদেশ ব্যাংক
টিএনজেড গ্রুপ, ডার্ড গ্রুপ ও রোর ফ্যাশন লি. মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ সরকারের
টি-টোয়েন্টি দলেও ফিরলেন টেইলর
১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার
বিশ্বকাপের প্রস্তুতির জন্য অনূর্ধ্ব-১৫ ছেলেদের বিপক্ষে ৩টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা
১০