ঝিনাইদহ, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ‘জীবনের জন্য গাছ’ স্লোগানকে সামনে রেখে জেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সেচ্ছাসেবী সংগঠন ‘রোটারি’ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের সানবান্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানায়, সানবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ৬৫০টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এসময় সেচ্ছাসেবী সংগঠন রোটারি’র কর্মী, সংগঠক ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
রোটারি সংগঠনের সভাপতি নাজমুল হুদা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মধ্যদিয়ে আমরা সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছি। আমরা আগামীতে আরও বড় পরিসরে এধরনের উদ্যোগ বাস্তবায়ন করতে চাই। শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী সহ সকল শ্রেণি পেশার মানুষের কাছে বৃক্ষরোপনের কল্যাণকর দিক তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।