নড়াইলে হত্যা মামলায় পাঁচ ডাকাতের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩০

নড়াইল, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): নড়াইল সদর উপজেলায় ডাকাতিকালে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এলিনা আক্তার এ রায় ঘোষণা করেন। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার ধুড়িয়া গ্রামের আব্দুর রশিদ মুন্সির ছেলে শাহিন মুন্সি, ভওয়াখালী গ্রামের মৃত লালমিয়ার ছেলে আক্তারুজ্জামান বাবুল, সলেমানের ছেলে সেলিম হোসেন, ফেদী গ্রামের আবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম মৃধা ও মাগুরার খানপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে তেজারত মোল্যা। 

রায় ঘোষণার সময় তেজারত মোল্যা আদালতে উপস্থিত ছিলেন। বাকি চারজন পলাতক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ২৪ জুন রাতে নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার নির্মল পোদ্দারের বাড়িতে রাতে আসামিরা ডাকাতির উদ্দেশে ঢুকে বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে হাত পা-বেঁধে ফেলে। এ সময় নির্মল পোদ্দার ডাকাতদের কাছে থাকা ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন। ডাকাতরা দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় নির্মল পোদ্দার মারা যান। 

এ ঘটনায় নির্মল পোদ্দারের মেয়ে পলি পোদ্দার নড়াইল সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় মোট ১১ জন সাক্ষীর সাক্ষগ্রহণ শেষে বিচারক পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন। এছাড়া তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়।  


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজা যুদ্ধে ২১ হাজার শিশু প্রতিবন্ধী : জাতিসংঘ কমিটি
ট্রাম্প ‘যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করছেন’: হার্ভার্ডের সাবেক সভাপতি
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাপের ছোবলে শিক্ষিকার মৃত্যু
উপদেষ্টা পরিষদের সভায় ৩ নীতিমালার খসড়া অনুমোদন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কাইয়ুম গ্রেফতার
ট্র্যাইব্যুনালে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের জেরা চলছে
হুথিদের ওপর বাইবেলের আজাব চাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ইসরাইলের
পরিবেশ উপদেষ্টার মন্তব্য বিকৃত করে নকল ফটোকার্ড শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা টুকু, মীর নাসির ও মীর হেলাল
যশোরে দুইটি স্বর্ণের বারসহ একজনকে আটক
১০