নওগাঁ, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
আজ দুপুরে শহরের বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নাজমুল হক সনি, জেলা সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, বিএনপি নেতা খায়রুল আলম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমানসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের শতাধিক নেতা-কর্মী।
কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি জনআন্দোলনের নাম। দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে দলটি। বর্তমান জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরী। বিএনপি সেই দায়িত্ব থেকেই জনসচেতনতা বাড়াতে এই কর্মসূচি পালন করছে।
বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন প্রকৃতি ও পরিবেশবান্ধব উন্নয়নের পক্ষে। তার আদর্শ অনুসরণ করে বিএনপি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, বিএনপি প্রতিষ্ঠার ৪৭তম বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশে নানা কর্মসূচি গ্রহণ করেছে দলটি। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি, দোয়া মাহফিল, অসহায়দের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ, রক্তদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি।