মুন্সীগঞ্জ, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার দায়ে একটি রেস্তোরাঁর মালিক ও একটির ম্যানেজারকে জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বালুয়াকান্দি ও ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
তথ্য নিশ্চিত করেন অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পচিালক আসিফ আল আজাদ।
জানা গেছে, অভিযানকালে বালুয়াকান্দি এলাকায় অস্বাস্ত্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে নাইট মুন হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজার আব্দুল আজিজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় একই অভিযোগে বাংলা রেস্তোরাঁর মালিক তরিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় গজারিয়া উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর ফারহানা খাঁন উপস্থিত ছিলেন।