পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল 

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৪
: জেলায় আজ পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল । ছবি : বাসস

পিরোজপুর, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ পিরোজপুর সদর উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ কাউন্সিলের উদ্বোধন করেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

কাউন্সিলের প্রথম অধিবেশনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।
জেলা সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু'র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আকন, সদস্য সাইদুল ইসলাম কিসমত, হাসানুল কবির লীন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর জুলুম নির্যাতনের মধ্য দিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পার করেছে। আজকের কাউন্সিলে ভোট দিয়ে যোগ্য ও ত্যাগী নেতাদের বিজয়ী করে দলকে শক্তিশালী করতে হবে এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের প্রচারণা চালাতে হবে।

উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর পরে পিরোজপুর সদর উপজেলার দ্বি-বার্ষিক কাউন্সিলে ৪৫৭ জন ভোটার তিনটি পদে ৮ জন প্রার্থীকে ভোট দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন।


 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরে তাল গাছ রোপণ কর্মসূচি
দেশের নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত
উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা
শেখ হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে জুলাই গণহত্যা : সাবেক আইজিপি 
চুয়াডাঙ্গা বাসটার্মিনাল থেকে মাদক কারবারি আটক 
২৩২টি বিচারিক পদ সৃজনের সিদ্ধান্ত
দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলাকারী গ্রেফতার
জামালপুর জেলা বিএনপি’র কমিটি ঘোষণা : সভাপতি শামীম, সাধারণ সম্পাদক মামুন
টাঙ্গাইলে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহীর মোহনপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
১০