পাবনায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-মা-মেয়ে নিহত

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩২

পাবনা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পাবনার ফরিদপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিনজনই নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে সোহেল রানা (৩২), তার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও তাদের মেয়ে সুমাইয়া (৭)।

তথ্য নিশ্চিত করে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে করে সোহেল রানা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহরে বাড়িতে যাচ্ছিলেন। পথে ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সোহেল।

ওসি আরও জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
উত্তরায় আনসার-ভিডিপি মহাপরিচালকের মন্দির পরিদর্শন
জামায়াতের আমীরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
১০