সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৮
ভারতীয় চোরাচালান পণ্য জব্দ। ছবি : বাসস

সাতক্ষীরা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন ও বাঁকাল বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে মঙ্গলবার এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল কলারোয়া থানাধীন বোয়ালিয়া পাকা রাস্তা থেকে ১৪ বোতল ভারতীয় মদ, ভোমরা বিওপির আভিযানিক দল সদরের কুলিয়া রোড থেকে শাড়ি জব্দ করেছে। 

তলুইগাছা বিওপির আভিযানিক দল কলারোয়ার তেতুলবাড়ি থেকে, ঘোনা বিওপির আভিযানিক দল সদর থানার দাতভাঙ্গা মাঠ থেকে, কুশখালী বিওপির আভিযানিক দল শ্মশ্বান থেকে ভারতীয় ওষুধ জব্দ করেছে। 

এছাড়া চান্দুড়িয়া বিওপির আভিযানিক দল চান্দুরিয়া মাঠ থেকে, কালিয়ানী বিওপির আভিযানিক দল কালিয়ানী থেকে, বৈকারী বিওপির আভিযানিক দল নতুনপাড়া থেকে ওষুধ এবং বাঁকাল চেকপোষ্ট এর আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন চেকপোষ্ট এলাকা থেকে ভারতীয় কসমেটিক সামগ্রী জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৫ লাখ ৪৩ হাজার টাকা। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক তথ্য নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে জনসম্মুখে ধ্বংস করতে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখার আহ্বান সিইসির
‘খাসোগি হত্যার বিষয়ে' কিছুই জানতেন না সৌদি যুবরাজ : ট্রাম্প 
পাহাড়ের প্রত্যন্ত এলাকায় বিএনপির পক্ষে গণজোয়ার এসেছে : এ্যাড. দীপেন দেওয়ান
আস্থার সংকটে বিদেশমুখী হচ্ছেন রোগীরা : ডা. শাকিল গনি
ইউক্রেনকে ৭১০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর
খুবির কেন্দ্রীয় গ্রন্থাগারে স্মার্ট কার্ড ও বুক রিটার্ন স্টেশন উদ্বোধন
দিনাজপুরে বিএনপি প্রার্থী পিনাক চৌধুরীর গণসংযোগ সভা
তারেক রহমানকে নিয়ে নির্মিত ‘সংকট সংগ্রামে সাফল্য’ মুক্তি পাচ্ছে কাল
জাপানের অগ্নিকাণ্ডে নিখোঁজ ১
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১,৭৪৪টি মামলা
১০