বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে শোভাযাত্রা

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ২০:১২
আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে শোভাযাত্রা। ছবি : বাসস

ঝিনাইদহ, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ হাইস্কুল সড়ক থেকে শোভাযাত্রা বের হয়।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। ব্যানার ফেস্টুন ও স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শোভাযাত্রা। 

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি জনতা ব্যাংক মোড়ে এসে শেষ হয়। দুপুর থেকে ঝিনাইদহ-৪ সংসদীয় আসনের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল সহকারে শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ হাইস্কুল সড়কে জড়ো হতে থাকেন। বাদ্যযন্ত্রের তালে তালে ও নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাহাবুবার রহমান, সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

এ ছাড়া উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দল, তাঁতীদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বাংলাদেশের নির্বাচন আর বন্ধ করা যাবে না। জনগণ দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত।


 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে কনস্টেবলদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ
রাজধানীতে বিভিন্ন অপরাধে ৫০ জন গ্রেফতার 
খুলনায় রেণু পোনা ব্যবহার ও ভেজাল চিংড়ি প্রতিরোধে মতবিনিময়
নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আগা খান পদক বিজয়ী মেরিনা তাবাসসুমকে সংস্কৃতি উপদেষ্টার অভিনন্দন
দ্বিতীয়বার আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
মিয়ানমারে নতুন করে নৃশংসতার বিষয়ে সতর্ক করলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান
মহাখালীতে কিডনি কেয়ার সেন্টার স্থাপনে ডিএনসিসি ও সোনার বাংলা ফাউন্ডেশনের চুক্তি
রাজশাহী ও বাগেরহাটে দুদকের অভিযান : দুর্নীতি ও অনিয়মের সত্যতা মিলেছে
১০