পিরোজপুর, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির পক্ষ থেকে দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ, বৃক্ষরোপণ ও উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে জেলার ইন্দুরকানি (জিয়ানগর) উপজেলায় টিউবওয়েল বিতরণ, বৃক্ষরোপণ ও জলাশয়ে মাছ অবমুক্ত করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক আসানুল হক ছগির, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হেলাল হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় আলমগীর হোসেন বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে গণ-মানুষের দল হিসেবে কাজ করে আসছে। মানুষই আমাদের শক্তি।