রাজশাহী, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): পুলিশের বিভিন্ন ইউনিট থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে যোগদানকৃত কনস্টেবলদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার আরএমপির সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এতে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, পেশাগত যোগ্যতা, দক্ষতা, শৃঙ্খলা ও সততা বজায় রেখে জনগণের সেবা ও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, আইনি সেবা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা অর্জন আমাদের মূল লক্ষ্য। এ জন্য মানবিকতা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতা দিয়ে কর্তব্য পালন করতে হবে।
তিনি আরও বলেন, “সর্বদা ড্রেস রুলস মেনে চলতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান, উপ-পুলিশ কমিশনার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।