ঝিনাইদহে সম্প্রীতি সমাবেশ ও আলোচনা সভা

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৫
বুধবার ঝিনাইদহ পৌরসভার ২নং ওয়ার্ডের ষাটবাড়িয়া গ্রামে সামাজিক সম্প্রীতি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ঝিনাইদহ, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঝিনাইদহ পৌরসভার ২নং ওয়ার্ডের ষাটবাড়িয়া গ্রামে সামাজিক সম্প্রীতি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সামাজিক দ্বন্দ্ব ও সংঘর্ষ পরিহারের লক্ষ্যে এ সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ সকাল সাড়ে ১০টায় ষাটবাড়িয়া ঋষিপাড়া মন্দির প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সামাজিক দ্বন্দ্ব ও সংঘর্ষ পরিহারের লক্ষ্যে এ সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহফুজ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস।

সভায় বক্তারা বলেন, সমাজে বিশৃঙ্খলার নেপথ্যে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের মতো ঘটনা রয়েছে। সামাজিক ভাবে সবাইকে এসব সামাজিক অপরাধ নির্মূল করতে পারলে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব।

পরে ষাটবাড়িয়া গ্রামের তরুণ-যুব সমাজের লোকজন সামাজিক সম্প্রীতি রক্ষার অঙ্গীকার করে শপথ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০