ঝিনাইদহে সম্প্রীতি সমাবেশ ও আলোচনা সভা

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৫
বুধবার ঝিনাইদহ পৌরসভার ২নং ওয়ার্ডের ষাটবাড়িয়া গ্রামে সামাজিক সম্প্রীতি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ঝিনাইদহ, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঝিনাইদহ পৌরসভার ২নং ওয়ার্ডের ষাটবাড়িয়া গ্রামে সামাজিক সম্প্রীতি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সামাজিক দ্বন্দ্ব ও সংঘর্ষ পরিহারের লক্ষ্যে এ সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ সকাল সাড়ে ১০টায় ষাটবাড়িয়া ঋষিপাড়া মন্দির প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সামাজিক দ্বন্দ্ব ও সংঘর্ষ পরিহারের লক্ষ্যে এ সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহফুজ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস।

সভায় বক্তারা বলেন, সমাজে বিশৃঙ্খলার নেপথ্যে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের মতো ঘটনা রয়েছে। সামাজিক ভাবে সবাইকে এসব সামাজিক অপরাধ নির্মূল করতে পারলে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব।

পরে ষাটবাড়িয়া গ্রামের তরুণ-যুব সমাজের লোকজন সামাজিক সম্প্রীতি রক্ষার অঙ্গীকার করে শপথ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন জাতীয় নেতৃবৃন্দ
৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক চৌধুরী
৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে : সেলিমা রহমান
সিলেটের কোম্পানীগঞ্জে ১০ বাল্কহেড জব্দ, ৯ জন আটক
গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা : অতিরিক্ত সচিব
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
১০