চুয়াডাঙ্গা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ ও ব্যবহার করার অপরাধে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, আজ দুপুরে সদর হাসপাতাল এলাকায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় জনতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা করে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রিএজেন্ট বা বিকারক হলো এমন একটি রাসায়নিক পদার্থ বা যৌগ যা পরীক্ষাগারে অন্য কোনো পদার্থের উপস্থিতি, পরিমাণ বা বৈশিষ্ট্য পরীক্ষা করতে, রাসায়নিক বিক্রিয়া শুরু করতে অথবা অন্য কোনো পদার্থ তৈরি করতে ব্যবহৃত হয়। এটি অন্যান্য পদার্থের সাথে নির্দিষ্ট বিক্রিয়া করে। যার ফলে রং পরিবর্তন বা অন্য কোনো লক্ষণ দেখা যায়। তাই কোনো ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার ওই পরীক্ষাগারের পরীক্ষা-নিরীক্ষার ওপর প্রভাব ফেলতে পারে।