টাঙ্গাইল, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র জেলা শাখার উদ্যোগে নানা আয়োজনে টাঙ্গাইলে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপির নেতা কর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ দুপুরে টাঙ্গাইলের কালিহাতি বাসস্ট্যান্ড চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আকবর জব্বারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা এবং উপজেলা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু হাসিনার প্রেতাত্মারা এখনো দেশের মাটিতে ঘাপটি মেরে আছে। আগামী ফেব্রুয়ারি মাসে দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। এ নির্বাচন নিয়ে কোনো কোনো মহল নানা ষড়যন্ত্র করছে। তাদের কঠোর হস্তে প্রতিহত করতে হবে।
এর আগে হামিদপুর বাসস্ট্যান্ড থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।