ভোলা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মৌসুমি বায়ুর প্রভাবে ভোলা উপকূলীয় এলাকার অভ্যন্তরীণ ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এসময় লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
ভোলা আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান জানান, জেলায় তিন নম্বর শতর্ক সংকেত জারি করা হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বৈরী আবহাওয়া ও নদী উত্তাল থাকায় জেলার ইলিশা টু লক্ষ্মীপুর, মনপুরা টু ঢাকা, চরফ্যাশন টু ঢাকাসহ জেলার অভ্যন্তরীণ ২০ টি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ ও সরকারি সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। আর এতে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসির)'র ভোলা অঞ্চলের ব্যবস্থাপক মো. কাউসার আহমেদ গণমাধ্যমকে জানান, ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষ্মীপুর রুটে আবহাওয়ার গতি-প্রকৃতি বুঝে ফেরি চলাচল করছে।
বৈরী আবহাওয়ায় বন্ধ নৌরুটগুলো হলো- ভোলার ইলিশা- লক্ষ্মীপুর, ইলিশা- মেহেন্দিগঞ্জ, ভোলা-বাউফল, লালমোহন-নাজিরপুর, দৌলতখান-আলেকজান্ডার, তজুমদ্দিন-মনপুরা, মনপুরা-হাতিয়া, চরফ্যাশন-মনপুরা, চরফ্যাশন-ঢাকা, মনপুরা-ঢাকা, চরফ্যাশনের ঘোষের হাট-ঢাকা, বোরহানউদ্দিনের হাকিমউদ্দিন-ঢাকা, ভোলার ভেদুরিয়া ঘাট-বরিশালের লাহার হাট, চরফ্যাশনের কচ্ছপিয়া-ঢালচর, চরফ্যাশনের কচ্ছপিয়া-কুকরী-মুকরী, চরফ্যাশনের কচ্ছপিয়া-চর পাতিলা, চরফ্যাশনের আবুবকরপুর-দশমিনা, ভোলা সদরের তুলাতুলি-মাঝের চর, ভোলা সদরের ইলিশা-রামদাসপুর এবং ভোলা সদরের নাছির মাঝি- দৌলতখানের চর মদনপুর ইউনিয়নের সাথে নৌচলাচল বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় জীবিকার তাগিদে ফেরিতে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী পারাপার করছে।
বিআইডব্লিউটিএ'র- ভোলা বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন বাসসকে বলেন, নৌযান চলাচলের জন্য নদীপথ স্বাভাবিক হলে লঞ্চ চলাচল করতে পারবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া না কাটলে কোনো প্রকার লঞ্চ চলাচল করতে দেয়া হবে না বলেও জানান তিনি।
ভোলার মেসার্স ব্রাদার্স নেভিগেশন কোম্পানির ম্যানেজার মো. আলাউদ্দিন বাসসকে বলেন, নদী উত্তাল থাকায় ডেঞ্জার জোনে তাদের কর্ণফুলী সিরিজের লঞ্চগুলো হাতিয়া, মনপুরা, চরফ্যাশন ও হাকিমুদ্দিন ঘাট থেকে ঢাকা রুটে চলাচল বন্ধ রাখা হয়েছে।