জয়পুরহাট, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বিষ্ণুপুর উপজেলা থেকে কষ্টিপাথরের মূর্তিসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে সাংবাদিকদের পাঠানো প্রেস রিলিজ সুত্রে জানা গেছে, কষ্টিপাথরের প্রাচীন মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে তা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার গভীর রাতে জেলা সদরের বিষ্ণুপুর এলাকায় র্যাব সদস্যরা এক অভিযান পরিচালনা করে। এসময় দুইজন আসামির কাছ থেকে কষ্টিপাথরের মূল্যবান প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে জেলার পাঁচবিবি উপজেলার হাজিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হেলাল হোসেন (২৯) ও রামনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে নাজমুল হুদা (৪২) কে গ্রেফতার করা হয়। কষ্টিপাথরের প্রাচীন মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে তাদের কাছে রেখেছিল বলে জানায়।
গ্রেফতার কৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে বলে র্যাব-৫ জানায়।