বগুড়া, ৩ সেপ্টেম্বর ,২০২৫ (বাসস): জেলার শিবগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক নারী (২৫) নিহত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোকামতলা এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কুন্দরহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান,সকালে রাস্তা পার হওয়ার সময় ওই নারী ট্রাকের ধাক্কায় নিহত হন। তিনি বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।