গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪২৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২
জেলায় বুধবার প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ছবি : বাসস

গোপালগঞ্জ, ৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ প্রাথমিক বিদ্যালয়ের ৪২৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও তাদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গোপালগঞ্জ জেলা পরিষদের সহযোগিতায় জেলা প্রশাসন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. ওহিদ আলম লস্কার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. জ্যোৎস্না খাতুন। 

এসময় আরও উপস্থিত ছিলেন জেলায় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্নেন্দু শেখর মন্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল ইসলাম, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর উপজেলার ৪২৬ টি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি থেকে প্রথমস্থান অধিকার করে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে, আমন্ত্রিত অতিথিরা তাদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
পটুয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তির কারাদণ্ড
নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের প্রতিরোধ গড়ে তুলতে হবে: সমাজ কল্যাণ উপদেষ্টা
নেত্রকোণায় সাদা মাটির পাহাড়ে দিনব্যাপী কবিতা উৎসব
রংপুরে আট দিনব্যাপী বইমেলা শুরু
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
চুক্তি চূড়ান্ত করতে চাপের মুখে দেশগুলো, কপ৩০ সম্মেলনে ফিরছেন লুলা
নাটোরে ৫ কোটি ১১ লাখ টাকার কৃষি প্রণোদনা প্রদান 
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে পারমাণবিক চুক্তি, এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি অনুমোদন : হোয়াইট হাউস
ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র অর্ডার অনুমোদন যুক্তরাষ্ট্রের
১০