গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪২৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২
জেলায় বুধবার প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ছবি : বাসস

গোপালগঞ্জ, ৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ প্রাথমিক বিদ্যালয়ের ৪২৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও তাদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গোপালগঞ্জ জেলা পরিষদের সহযোগিতায় জেলা প্রশাসন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. ওহিদ আলম লস্কার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. জ্যোৎস্না খাতুন। 

এসময় আরও উপস্থিত ছিলেন জেলায় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্নেন্দু শেখর মন্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল ইসলাম, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর উপজেলার ৪২৬ টি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি থেকে প্রথমস্থান অধিকার করে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে, আমন্ত্রিত অতিথিরা তাদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে ট্রাক চাপায় একব্যক্তি নিহত 
দীর্ঘদিন পর মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে: আব্দুল হালিম
টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে বিজিএমইএ এবং ব্র্যান্ড ফোরামের বৈঠক
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 
জাতির সেবায় সদা প্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি : কুমিল্লায় মহাপরিচালক
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে মিরকাদিম চ্যাম্পিয়ন
১০