সাতক্ষীরায় পশুপালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৭
, ৩ সেপ্টেম্বর সাতক্ষীরায় পশুপালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ। ছবি : বাসস

 সাতক্ষীরা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলা সদরে আজ পুরোহিত ও সেবাইতদের জন্য ৯ দিনব্যাপী সামাজিক মূল্যবোধ, গৃহপালিত পশুপালন, মৎস্য চাষ, কৃষি ও বনায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে। 

‘ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম (২য় পর্যায়) ২য় সংশোধিত’- এর আওতায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, খুলনা কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মমালার আযোজন করা হয়েছে। 

আজ বুধবার বেলা ১১টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। 

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের খুলনা জেলা কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (প্রশিক্ষণ) অশোক চ্যাটার্জীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন, ধর্মীয় প্রশিক্ষক মেধস ব্যানার্জি প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের খুলনা জেলা কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (প্রশিক্ষণ) অনিসা রানী চ্যাটার্জি।

প্রশিক্ষণ কর্মশালায় সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার বিভিন্ন মন্দিরের ২৫ জন পুরোহিত ও সেবাইত অংশগ্রহন করছেন। প্রশিক্ষণ শেষে পুরোহিত ও সেবাইতদের সনদপত্র এবং প্রত্যেককে নয়হাজার ছয়শ’ ৭৫ টাকা করে সম্মানী প্রদান করা হবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে ট্রাক চাপায় একব্যক্তি নিহত 
দীর্ঘদিন পর মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে: আব্দুল হালিম
টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে বিজিএমইএ এবং ব্র্যান্ড ফোরামের বৈঠক
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 
জাতির সেবায় সদা প্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি : কুমিল্লায় মহাপরিচালক
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে মিরকাদিম চ্যাম্পিয়ন
১০