চট্টগ্রামের চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৩

চট্টগ্রাম, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার চন্দনাইশে সাদিয়া সোলতানা আলফি (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী রিজোয়ানকে (৩০) আটক করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার জানান, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বরকল ইউনিয়নের পূর্ব কানাইমাদারী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাদিয়া সোলতানা আলফি উপজেলার বরকল ইউনিয়নের পূর্ব কানাইমাদারী গ্রামের মো. মিজানুর রহমান রিজোয়ানের স্ত্রী এবং সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের পশ্চিম পাড়ার বশর মেম্বারের বাড়ি এলাকার শহিদুল্লাহর মেয়ে।

জানা গেছে, ছয়-সাত মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর পরিবারের লোকজন আলফিকে নির্যাতন করতো। বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঢুকে দেখেন আলফির মরদেহ বাথরুমে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

স্থানীয় শফিকুল ইসলাম জানান, স্বামী রিজোয়ান মানসিকভাবে ভারসাম্যহীন।

নিহত আলফির মামা নাজিম উদ্দীন জানান, রিজোয়ান মানসিক রোগী নয়। গত দেড় মাস আগে ব্যবসার জন্য তিনি শ্বশুরের কাছে ৩ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় আলফির ওপর নির্যাতন শুরু করে রিজোয়ান। ঘটনার দিন রাতে তিনি পরিকল্পিতভাবে আলফিকে হত্যা করে মরদেহ বাথরুমে রেখে দেয়। সকালে আলফির পরিবার হাজির হলে রিজোয়ান ঘুম থেকে উঠে দরজা বন্ধ করে আলফির মরদেহ বাথরুম থেকে টেনে বের করে।

তিনি আরও জানান, রিজোয়ান পরে পাগলের ভান করে পরনের কাপড় ছিঁড়ে উলঙ্গ হয়ে যায়। এলাকায় কিছু লোকও তাকে পাগল সাজানোর চেষ্টা করছে। মূলত টাকা না পাওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

চন্দনাইশ থানার এসআই মো. নুর আমজাদ জানান, খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে স্বামী রিজোয়ানকে আটক করা হয়েছে। স্থানীয়দের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন।

চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে কবজি কাটা গ্রুপের দুই ভাইসহ ৯ জন গ্রেফতার
একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ 
খুলনায় নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত
খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশে শ্রম পরিবেশের উন্নতির প্রশংসা করলেন জাপানি এমপিরা
বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
কিম-পুতিন সাক্ষাৎ, রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্যের কাজের প্রশংসা
১০