কারিগরি শিক্ষা বোর্ডে জুলাই গণঅভ্যুত্থানের তথ্য আহ্বান

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৫

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে স্মরণিকা প্রকাশ করার উদ্যোগ নিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। এ লক্ষ্যে বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের থেকে নিজের বা পরিবারে সংঘটিত চাক্ষুষ স্মৃতিচারণ সম্পর্কিত লেখা চাওয়া হয়েছে। 

আজ বুধবার কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য অধ্যায়। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা, ফ্যাসিবাদীর অবসান এবং গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা। আন্দোলনে সাধারণ মানুষ, শিক্ষার্থী, শ্রমিক, পেশাজীবী সবাই এককাতারে দাঁড়িয়েছিল। এই গণঅভ্যুত্থানের ফলে জাতি এক নতুন চেতনায় উজ্জীবিত হয়, গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখে। জুলাইয়ের এ আন্দোলন শুধু রাজনৈতিক পরিবর্তনেরই নয় বরং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে আছে।

এতে আরও বলা হয়েছে, জুলাই গণজাগরণের স্মৃতি ধরে রাখার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে নিজের বা পরিবারে সংঘঠিত চাক্ষুষ স্মৃতিচারণ সম্পর্কিত লেখা আহ্বান করা যাচ্ছে যা অনধিক ১ হাজার শব্দের মধ্যে হবে। বর্ণিত বিষয়ে লেখা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে জুলাই গণজাগরণ স্মৃতি স্মরণিকা ২০২৫ সংক্রান্ত কমিটির পরিদর্শক ও আহ্বায়ক প্রকৌশলী বি. এম. আমিনুল ইসলাম বরাবর পাঠানোর জন্য বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
কিম-পুতিন সাক্ষাৎ, রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্যের কাজের প্রশংসা
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য সচিব
অর্থ পাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
২০২৯ সালের পরও ইইউতে জিএসপি+ সুবিধা পেতে ফ্রান্সের সহায়তা কামনা ঢাকার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হোপ এডুকেশন ফাউন্ডেশন ও দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষরিত
বান্দরবানে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন সাংবাদিকদের প্রশিক্ষণ সম্পন্ন 
১০