ভোলা উপকূলে মৎস্য খামার আধুনিকায়নে নতুন প্রকল্প, উৎপাদন বাড়বে ৩০ শতাংশ

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৯
ছবি : বাসস

আল-আমিন শাহরিয়ার

ভোলা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় মৎস্যসম্পদ উন্নয়নে 'বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ নামে একটি নতুন প্রকল্প চালু হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে মৎস্য খামারগুলোর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি করে মৎস্য উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

আজ বুধবার ভোলা জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হলরুমে অনুষ্ঠিত সেমিনারে এ পরিকল্পনার কথা জানানো হয়। 

এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আহসান হাসিব খান। এতে সভাপতিত্ব করেন, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব।

সেমিনারে বক্তারা জানান, প্রকল্পটি উপকূলীয় জেলা ভোলাসহ দেশের মৎস্যসম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। এ প্রকল্পের আওতায় দেশের ৮ টি বিভাগের ৫৬ টি জেলার একশ ৮ টি উপজেলার মোট একশ ১৩ টি সরকারি মৎস্য খামারের আধুনিকায়ন করা হবে। এর মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলার কচ্ছপিয়াতে একটি সরকারি মৎস্য বীজ উৎপাদনকেন্দ্রের উন্নয়ন করা হবে। 

প্রকল্পের প্রধান কার্যক্রমগুলো হলো- ৩১টি খামারে বটমলাইনার স্থাপন এবং ইন্টারনেট অব টেকনোলজি (ওড়ঞ) ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে খামারগুলোকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় (ধঁঃড়সধঃরড়হ) করা হবে। আধুনিকায়নের ফলে মাছের উৎপাদনশীলতা হেক্টর প্রতি ৭.৫ মেট্রিক টন থেকে বেড়ে ৪৭ মেট্রিক টন পর্যন্ত হবে। সামগ্রিকভাবে, প্রকল্পভুক্ত এলাকায় মাছের উৎপাদন ৩০ শতাংশ বৃদ্ধি পাবে। ৩০টি খামারে সৌরবিদ্যুৎ স্থাপন করে ৬.৪ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করা হবে। ২৭ টি খামারে অফিস ভবন এবং ২৮ টি লেবার শেড নির্মাণ করা হবে। তাঁরা আরও জানান, কৌলিতাত্ত্বিক গুণসম্পন্ন মাছের জিন ব্যাংক তৈরি এবং ক্রায়োপ্রিজারভেশন সুবিধা স্থাপন করা হবে, যা অপ্রয়োজনীয় প্রজনন রোধ করে উন্নত প্রজাতির মাছ সংরক্ষণ করবে। এতে দুই হাজার ৫৪০ জন মৎস্য খামার সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী এবং উদ্যোক্তাকে আধুনিক প্রযুক্তি ও নিবিড় মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

কর্মশালায় অংশগ্রহণকারী মৎস্য চাষীরা বর্তমান মৎস্য খাতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা জানান, বৈরী আবহাওয়া, অপরিকল্পিত সংস্কারায়ন, আন্তঃপ্রজনন সমস্যা এবং অপ্রাপ্তবয়স্ক মাছের ভ্রুণ ব্যবহারের কারণে তাঁরা প্রত্যাশিত সফলতা পাচ্ছেন না। 

সেমিনারে ভোলা সদর উপজেলার মৎস্য পোনা উৎপাদনকারী মাহবুবুর রহমান বলেন, ১৪ বছর ধরে পোনা উৎপাদন করলেও উন্নত গুণগতমানের মা মাছের অভাবে তাঁরা মানসম্পন্ন পোনা তৈরি করতে পারছেন না, ফলে মাছের বৃদ্ধি চাহিদামতো হচ্ছে না।

লালমোহন উপজেলার এগ্রো ফিশারিজের ব্যবস্থাপনা পরিচালক রাসেল জানান, বৈরী আবহাওয়ার কারণে পোনা উৎপাদন ব্যাহত হয় এবং নষ্ট হয়ে যায়। তিনি সরকারি সহযোগিতায় বেসরকারি খামারে সৌরবিদ্যুৎ এবং প্রযুক্তিগত ধারণা দেওয়ার ওপর জোর দেন।

ভোলা নার্সারির মালিক মো. শাহাবুদ্দিন হতাশা প্রকাশ করে বলেন, নিম্নমানের ভ্রুণ কিনে দুর্বল পোনা উৎপাদন করে ভালো পোনা বলে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তিনি আশা করেন, ভবিষ্যতে সরকারি বীজ উৎপাদন কেন্দ্র থেকে উন্নতমানের ভ্রুণ সংগ্রহ করতে পারবেন।

চরফ্যাশন মৎস্য কার্যালয়ের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মো. কামাল উদ্দিনসহ অন্যান্য খামারিরা ভোলায় বিদ্যমান তিনটি মৎস্য বীজ উৎপাদন হ্যাচারিকেই আধুনিক প্রযুক্তিসম্পন্ন হ্যাচারিতে রূপান্তরের দাবি জানান। বক্তারা জানান, এ প্রকল্পটি দেশের মৎস্য উৎপাদন ব্যবস্থাকে আরও দক্ষ, নিরাপদ ও টেকসই করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
কিম-পুতিন সাক্ষাৎ, রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্যের কাজের প্রশংসা
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য সচিব
অর্থ পাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
২০২৯ সালের পরও ইইউতে জিএসপি+ সুবিধা পেতে ফ্রান্সের সহায়তা কামনা ঢাকার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হোপ এডুকেশন ফাউন্ডেশন ও দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষরিত
বান্দরবানে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন সাংবাদিকদের প্রশিক্ষণ সম্পন্ন 
১০