চসিক মেয়রের সাথে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ৩ শিক্ষার্থীর সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৭
চসিক মেয়রের সাথে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ৩ শিক্ষার্থীর সাক্ষাৎ। ছবি: বাসস

চট্টগ্রাম, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): চীনে অনুষ্ঠিত জনপ্রিয় মার্শাল আর্ট তায়কোয়ান্দো আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে বাংলাদেশের ৩ শিক্ষার্থী। তারা তিনজনই চট্টগ্রামের কাট্টলী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। এর মধ্যে উম্মে সাইরা তানসি স্বর্ণপদক, বৃন্তিদেবী দুষ্টু রৌপ্যপদক, সারমিন আক্তার ব্রোঞ্জ পদক পেয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) পদকজয়ী শিক্ষার্থীরা চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের সাফল্য তুলে ধরে এবং ভবিষ্যতে বাংলাদেশকে আরো বড় পদক এনে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

সাক্ষাৎকালে মেয়র ডা. শাহাদাত হোসেন শিক্ষার্থীদের সাফল্যে গর্ব প্রকাশ করে বলেন, আমাদের মেয়েরা প্রমাণ করেছে যে, সঠিক দিকনির্দেশনা ও পরিশ্রম থাকলে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করা সম্ভব। এই অর্জন শুধু চট্টগ্রামের নয়, বরং সমগ্র বাংলাদেশের গৌরব। সিটি করপোরেশনের পক্ষ থেকে ভবিষ্যতেও ক্রীড়াবিদদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় মেয়র বিজয়ী শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য ব্যক্তিগত তহবিল থেকে পুরস্কার এবং সংবর্ধনার ঘোষণা দেন।

উল্লেখ্য, চীনের নিংবো শহরে গত ১৬-১৭ আগস্ট অনুষ্ঠিত এশিয়া ওপেন আইটিএফ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ ২০২৫ প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনজন শিক্ষার্থী পদক অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে।

প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইটিএফ প্রেসিডেন্ট গ্র্যান্ডমাস্টার চোই জং হোয়া। এ সময় আরও ৯ দেশের আইটিএফ প্রেসিডেন্ট ও কোচ উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল অস্ট্রেলিয়া, কিরগিজস্তান, নেপাল, মালয়েশিয়া, রাশিয়া ফেডারেশন, বাংলাদেশ এবং পোল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
পটুয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তির কারাদণ্ড
নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের প্রতিরোধ গড়ে তুলতে হবে: সমাজ কল্যাণ উপদেষ্টা
নেত্রকোণায় সাদা মাটির পাহাড়ে দিনব্যাপী কবিতা উৎসব
রংপুরে আট দিনব্যাপী বইমেলা শুরু
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
চুক্তি চূড়ান্ত করতে চাপের মুখে দেশগুলো, কপ৩০ সম্মেলনে ফিরছেন লুলা
নাটোরে ৫ কোটি ১১ লাখ টাকার কৃষি প্রণোদনা প্রদান 
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে পারমাণবিক চুক্তি, এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি অনুমোদন : হোয়াইট হাউস
ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র অর্ডার অনুমোদন যুক্তরাষ্ট্রের
১০