নির্বাচনের আগে পুলিশসহ সব ধরনের নিয়োগ চূড়ান্ত করা হবে : জনপ্রশাসন সচিব

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩১
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেছেন, নির্বাচনের আগে পুলিশসহ সব ধরনের নিয়োগ চূড়ান্ত করা হবে।

আজ বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ বিধি সংশোধন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জনপ্রশাসন সচিব বলেন, ‘নির্বাচনের আগে পুলিশ এবং সংশ্লিষ্ট সকল নিয়োগ চূড়ান্ত করণের জন্য প্রধান উপদেষ্টার নির্দেশনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজ আমরা বাংলাদেশ পুলিশের ৪ হাজার এএসআই নিয়োগের বিষয়ে বিধিমালা সংশোধন নিয়ে বসেছিলাম। সেখানে আইন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

তিনি বলেন, ‘আমরা নিয়োগ বিধি সংশোধন নিয়ে চিঠি চালাচালির চেয়ে সবাই একত্রে বসে একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আজকে মিটিং করেছি। আশা করি খুব শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ‘বর্তমানে মাঠে যেসব জেলা প্রশাসক আছেন, তাদেরকে আমরা অবজার্ভ করছি। যারা ভালো করছেন তাদেরকে হয়তো উত্তোলন করা লাগবে না। তবে, যারা যুগ্মসচিব হয়ে গেছেন তাদেরকে নির্বাচনের আগে তুলে নেওয়া হবে।’

জনপ্রশাসন সচিব বলেন, ‘আগে থেকেই এরকম নিয়ম ছিল না, তাই এবারও লটারির মাধ্যমে ইউএনও জেলা প্রশাসক  নিয়োগ করা হবে না।’

জনপ্রশাসন সচিব বলেন, ‘নির্বাচনের সময় মাঠে থাকে সাধারণত দুই ধরনের প্রশাসন, এক সিভিল আর হলো পুলিশ। এ দুটোকে একসাথে বলে মাঠ প্রশাসন। তাই নির্বাচনের আগে মাঠ প্রশাসনকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করছি।’

এ সময় পুলিশের আইজিপি বাহারুল আলম সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের আগে ৪ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি
রেকর্ড নবমবার এশিয়া কাপের শিরোপা জিতল ভারত
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ
রাজধানীতে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার 
নতুন বাংলাদেশ গঠনে প্রবাসীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান আখতার হোসেনের
ঢাকায় প্রথমবারের মতো নির্মিত হচ্ছে সরকারি গ্রিন বিল্ডিং : পরিবেশ উপদেষ্টা
দুর্গাপূজা পূজায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন
হিন্দু ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান ও উপহার সামগ্রী দিয়েছে মারিশ্যা ব্যাটালিয়ন
মিরসরাইয়ে কাভার্ড ভ্যানে বাসের ধাক্কায় ১ জন নিহত
১০