নির্বাচনের আগে পুলিশসহ সব ধরনের নিয়োগ চূড়ান্ত করা হবে : জনপ্রশাসন সচিব

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩১
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেছেন, নির্বাচনের আগে পুলিশসহ সব ধরনের নিয়োগ চূড়ান্ত করা হবে।

আজ বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ বিধি সংশোধন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জনপ্রশাসন সচিব বলেন, ‘নির্বাচনের আগে পুলিশ এবং সংশ্লিষ্ট সকল নিয়োগ চূড়ান্ত করণের জন্য প্রধান উপদেষ্টার নির্দেশনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজ আমরা বাংলাদেশ পুলিশের ৪ হাজার এএসআই নিয়োগের বিষয়ে বিধিমালা সংশোধন নিয়ে বসেছিলাম। সেখানে আইন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

তিনি বলেন, ‘আমরা নিয়োগ বিধি সংশোধন নিয়ে চিঠি চালাচালির চেয়ে সবাই একত্রে বসে একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আজকে মিটিং করেছি। আশা করি খুব শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ‘বর্তমানে মাঠে যেসব জেলা প্রশাসক আছেন, তাদেরকে আমরা অবজার্ভ করছি। যারা ভালো করছেন তাদেরকে হয়তো উত্তোলন করা লাগবে না। তবে, যারা যুগ্মসচিব হয়ে গেছেন তাদেরকে নির্বাচনের আগে তুলে নেওয়া হবে।’

জনপ্রশাসন সচিব বলেন, ‘আগে থেকেই এরকম নিয়ম ছিল না, তাই এবারও লটারির মাধ্যমে ইউএনও জেলা প্রশাসক  নিয়োগ করা হবে না।’

জনপ্রশাসন সচিব বলেন, ‘নির্বাচনের সময় মাঠে থাকে সাধারণত দুই ধরনের প্রশাসন, এক সিভিল আর হলো পুলিশ। এ দুটোকে একসাথে বলে মাঠ প্রশাসন। তাই নির্বাচনের আগে মাঠ প্রশাসনকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করছি।’

এ সময় পুলিশের আইজিপি বাহারুল আলম সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের আগে ৪ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে শ্রম পরিবেশের উন্নতির প্রশংসা করলেন জাপানি এমপিরা
বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
কিম-পুতিন সাক্ষাৎ, রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্যের কাজের প্রশংসা
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য সচিব
অর্থ পাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
২০২৯ সালের পরও ইইউতে জিএসপি+ সুবিধা পেতে ফ্রান্সের সহায়তা কামনা ঢাকার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হোপ এডুকেশন ফাউন্ডেশন ও দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষরিত
১০