জুলাই সনদ চূড়ান্ত করতে জাতীয় ঐকমত্য কমিশনের সভা

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:১২
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’  চূড়ান্ত ও বাস্তবায়নের উপায় বিবেচনা করতে জাতীয় ঐকমত্য কমিশনের একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

সভায় জাতীয় সনদ চূড়ান্তকরণ এবং বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নির্ধারণে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রাপ্ত পরামর্শ ও সুপারিশমালা পর্যালোচনা করা হয়।

উল্লেখ্য, আজও কয়েকটি দল এ বিষয়ে মতামত জমা দিয়েছে। এসব মতামতকে বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়।

আজকের সভায় সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এতে আরো উপস্থিত ছিলেন, কমিশন সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

উল্লেখ্য, জুলাই সনদ চূড়ান্ত করতে ইতোমধ্যে ২৮টি রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে সভা করেছে ঐকমত্য কমিশন। এই প্রক্রিয়ায় কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে সনদ বাস্তবায়নের পদ্ধতি ও প্রক্রিয়া সম্পর্কে মতামত আহ্বান করে।

এ পর্যন্ত ২৬টি দলের পক্ষ থেকে মতামত পাওয়া গেছে৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি
রেকর্ড নবমবার এশিয়া কাপের শিরোপা জিতল ভারত
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ
রাজধানীতে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার 
নতুন বাংলাদেশ গঠনে প্রবাসীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান আখতার হোসেনের
ঢাকায় প্রথমবারের মতো নির্মিত হচ্ছে সরকারি গ্রিন বিল্ডিং : পরিবেশ উপদেষ্টা
দুর্গাপূজা পূজায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন
হিন্দু ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান ও উপহার সামগ্রী দিয়েছে মারিশ্যা ব্যাটালিয়ন
মিরসরাইয়ে কাভার্ড ভ্যানে বাসের ধাক্কায় ১ জন নিহত
১০