ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হোপ এডুকেশন ফাউন্ডেশন এবং সোমালিয়ার দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
আজ বুধবার রাজধানীর ধানমন্ডিস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর এ টি এম জাফরুল আযম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এডভাইজর গৌতম বড়ুয়া।
প্রথম সমঝোতা স্মারকটি জাতীয় বিশ্ববিদ্যালয় ও হোপ এডুকেশন ফাউন্ডেশনের মধ্যে স্বাক্ষর হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক (ভারপ্রাপ্ত) রাজ বিন কাসেম ও নুসরাত ইসলাম স্বাক্ষর করেন। অন্যদিকে হোপ এডুকেশন ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন গ্লোবাল এ্যানগেজমেন্ট ডিরেক্টর লি ওয়েনহাও এবং ঝু জুন।
অন্য সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয় ও সোমালিয়ার দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এবং ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক (ভারপ্রাপ্ত) রাজ বিন কাসেম। দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ড. ওসমান মোহাম্মদ হাসান এবং ভাইস-চ্যান্সেলর প্রফেসর আবেদি আদান ওসমান।
এ সমঝোতা স্মারকের মাধ্যমে উচ্চশিক্ষা, গবেষণা, একাডেমিক বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়।