রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণ মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫
প্রতীকী ছবি

রাজশাহী, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার গোদাগাড়ীতে ৭ম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে অপহরণের মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার ও অপহৃতকে উদ্ধার করেছে র‌্যাব-৫। 

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আমতলা এলাকার তাজু শেখ (৬৫) ও তার ছেলে মো. হামিম (২২)। গতকাল বুধবার দিবাগত রাত (৪ সেপ্টেম্বর) দেড়টার দিকে ঢাকা জেলার দক্ষিণখান থানাধীন আশকোনা তালুকদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব-৫ জানায়, অপহৃত স্কুলছাত্রী গোদাগাড়ীর একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। ভিকটিম স্কুলে যাওয়ার পথে হামিম প্রতিনিয়ত নানাভাবে বিয়ের প্রলোভনসহ কুপ্রস্তাব দিত এবং পথেঘাটে নানাভাবে উত্ত্যক্ত করত। তাকে নিষেধ করা সত্ত্বেও নিষেধ না শুনে ছাত্রীর ক্ষতি করার পাঁয়তারা করতে থাকে। গত ১৭ আগস্ট বেলা আনুমানিক ১১টার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ইউপির চায়পাড়া গ্রামের রাস্তায় পৌঁছালে হামিম তাকে অপর আসামিদের সহযোগিতায় জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরবর্তীতে গোদাগাড়ী থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন।

এরপর র‌্যাব-৫, সিপিএসসি ও র‌্যাব-১, সিপিসি-২ এর একটি যৌথ অভিযানিক দল রাত আনুমানিক দেড়টার দিকে ঢাকার দক্ষিণখান থানাধীন আশকোনা নামক এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী হামিম ও তাজু শেখকে গ্রেফতার করে এবং অপহৃতকে উদ্ধার করে। আসামি ও অপহৃত স্কুলছাত্রীকে গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর কালশীতে আগুন
জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ
তারেক রহমান শিগগিরই দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেবেন : ড. এনামুল হক চৌধুরী
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
১০