লোহাগড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৮

চট্টগ্রাম, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের লোহাগড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. আরমান (৩৪) নামে ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মতিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ পুরান বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক মো. আরমান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর থানার পিয়ার ইসলাম ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী ট্রাকের সঙ্গে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের চালক গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, দুর্ঘটনায় ট্রাক চালক নিহত হয়েছেন। মৃত ট্রাকচালক মো. আরমান এর ছোট ভাইয়ের বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০