হবিগঞ্জ, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): নানা অনিয়মের অভিযোগে হবিগঞ্জে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার দুপুরে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন মুখলিছুর রহমান।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, লাইসেন্স নবায়ন না করা, মানহীন রিপোর্ট প্রদান ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থ আদায়ের প্রমাণ পাওয়ায় দ্যা জাপান বাংলাদেশ হাসপাতালকে ২০ হাজার টাকা, দ্যা স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং দ্যা এপোলো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভবিষ্যতেও তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।