জুলাই শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন করা হবে : মুক্তিযুদ্ধ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০২
মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। ফাইল ছবি

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের স্ব- স্ব শিক্ষা, কর্ম- অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে যথাযথভাবে পুনর্বাসন করা হবে। 

তিনি বলেন, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুষ্ঠুভাবে পুনর্বাসনকল্পে ইতোমধ্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত উল্লেখ করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে।

তিনি আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণ-অভ্যূত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিষয়ক আন্ত:মন্ত্রণালয় সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা জুলাইয়ের চেতনা এবং বীরত্বকে সমন্বিত রেখে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদের যেন যথাযথ মর্যাদায় পুনর্বাসন করা যায় সে লক্ষ্যে গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, জুলাই শহীদ ও আহতদের পুনর্বাসনের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। দ্রুতই এসকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সভায় বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যাহ ভূঁইয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীর, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০