বদরুদ্দীন উমর স্বাধীন মতামত প্রকাশে কখনোই কুন্ঠিত হননি : তারেক রহমান

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৩
গণবুদ্ধিজীবী বদরুদ্দীন উমর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোলাজ : বাসস

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরতন্ত্রকে উপেক্ষা করে বদরুদ্দীন উমর তাঁর স্বাধীন মতামত প্রকাশে কখনোই কুন্ঠিত হননি। তিনি ছিলেন স্বাধীন বিবেকের এক প্রতীক।

বদরুদ্দীন উমর এর মৃত্যুতে তারেক রহমান শোক প্রকাশ করে তার ভেরিফাইড ফেসবুকে এক শোকবার্তায় বলেন, 'দেশের প্রখ্যাত চিন্তক, প্রবীণ রাজনীতিক বদরুদ্দিন ওমর অসুস্থ হয়ে আজ সকালে শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে যাবার পথে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।'

তারেক রহমান বলেন, 'বামপন্থী প্রগতিশীল রাজনীতির পথিকৃত, লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের জীবনাবসানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও আমি গভীরভাবে মর্মাহত। স্বাধীনচেতা, নির্ভিক কন্ঠস্বরের এই বুদ্ধিজীবীর এই মূহুর্তে পৃথিবী থেকে চলে যাওয়া জনমনে হতাশার সৃষ্টি করেছে। জনগণের সম্মান ও নিদারুন বেদনাকে মর্মে মর্মে উপলব্ধি এবং সেটিকে প্রতিবাদের ভাষায় মূর্ত করতে পারতেন বদরুদ্দিন ওমর।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশমাতৃকার স্বাধীনতা এবং সকল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামে বদরুদ্দিন ওমরের চিন্তা ও লেখনিসহ সক্রিয় তৎপরতা ছিল অবিস্মরণীয়। জাতির নানা ক্রান্তিকালে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক পরিবর্তনের পর্ব নিয়ে তাঁর গবেষণাধর্মী গ্রন্থসমূহ এক অমূল্য সম্পদ হিসেবে পাঠক সমাজের নিকট সমধিক সমাদৃত। বদরুদ্দিন ওমর বারবার রাজরোষে পড়া সত্ত্বেও তিনি তাঁর আদর্শ বাস্তবায়নে ছিলেন আপোষহীনভাবে স্থির।'

তারেক রহমান বলেন, 'কোন ভীতি বা হুমকি তাঁকে নিবৃত্ত করতে পারেনি তাঁর কর্তব্যকর্ম থেকে। স্বৈরতন্ত্রকে উপেক্ষা করে তিনি তাঁর স্বাধীন মতামত প্রকাশে কখনোই কুন্ঠিত হননি। তিনি এদেশে ছিলেন স্বাধীন বিবেকের এক প্রতীক'

তারেক রহমান বলেন, 'আমি মরহুম বদরুদ্দিন ওমরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজন, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত আমীরের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সময় টিভির সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর নিন্দা
সিলেটে দেড় হাজার বোতল ভারতীয় মদ জব্দ
ঢাবি উপাচার্যের ভোট কেন্দ্র পরিদর্শন
উচ্চাভিলাষী জলবায়ু পদক্ষেপে বাংলাদেশ-ব্রাজিল ঘনিষ্ঠভাবে কাজ করবে : পরিবেশ উপদেষ্টা
বাংলাদেশকে উন্নত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন ড. সালেহউদ্দিন
ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন কাল
ইউক্রেনের সরকারি কার্যালয়ে প্রথমবারের মতো রাশিয়ার হামলা
পল্লী বিদ্যুৎ সমিতির অনুপস্থিত কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ
তারেক রহমানের দেশে ফেরা হবে এক অবিস্মরণীয়, ঐতিহাসিক ঘটনা : সালাহউদ্দিন আহমেদ
১০