ফেনী, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার পরিবেশগত মৌলিক সমস্যাসমূহ এবং এ সকল সমস্যা হতে উত্তরণে করনীয় বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মনজুর আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) রোমেন শর্মা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন। মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক সংযুক্তা দাশ মুক্তা।
জেলা প্রশাসক বলেন, “একটি শহরের মাপকাঠি জনস্বাস্থ্যের উপর নির্ভর করে। বর্জ্য ব্যাবস্থাপনা দিয়ে পরিবেশের ক্ষতিরোধে উদ্যোগ রয়েছে।”
সিভিল সার্জন বলেন, “সরকারি হাসপাতালের তুলনায় বেসরকারি হাসপাতালের বর্জ্য বেশি হয়। এক্ষেত্রে বর্জ্য ব্যাবস্থাপনার জন্য প্লান্ট তৈরি করতে হবে।"
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন বলেন, “ড্যাম্পিং ব্যবস্থা চালু হলে ৫ বছর পর আর সমস্যা থাকবেনা। পাট সাপ্লাই নিশ্চিত করা হলে পলিথিন থাকবেনা। স্বল্পমূল্যে পাটের ব্যাগ বিক্রি হলে মানুষ উদ্বুদ্ধ হবে।"
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান বলেন, সরকারের দায়িত্বের পাশাপাশি নাগরিক দায়িত্ব রয়েছে। ইটভাটা আইনে বলা আছে এক কিলোমিটারের মধ্যে স্কুল করা যাবেনা। অথচ ভাটা হওয়ার পর স্কুল তৈরি হয় কীভাবে ?"
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, “ফেনীর পরিবেশকে দুইভাগে ভাগ করা যেতে পারে। মানবসৃষ্ট কারনে মাটি, পানি, বায়ু, প্লাস্টিকে প্রভাব হয়। হঠাৎ করে রেকর্ড বৃষ্টিপাত হচ্ছে। জলাবদ্ধতার মতো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনার কারনে নালা ভরাট হচ্ছে।
তিনি আরও বলেন, সহনশীলতার মাত্রা পেরিয়ে উচ্চমাত্রার হর্ন বাজানো হচ্ছে। বিনাকারণেও অনেকে হর্ন বাজিয়ে থাকে। পরিবেশের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যো নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিবেশের উপর জোর দিতে হবে।"
অন্যান্যের মধ্যে আলোচনায় আরও অংশ নেন, ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন, ফেনী পৌর মেডিকেল অফিসার ডা. কৃষ্ণপদ সাহা, পুলিশের ফেনী সদর সার্কেল কার্যালয়ের পরিদর্শক একেএম পেয়ার আহমদ, পিএইচপি গ্রুপের জিএম কুতুব উদ্দিন, স্টার লাইন গ্রুপের ম্যানেজার মিজানুর রহমান, জেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের আহ্বায়ক আবদুল মোতালেব হুমায়ুন ও সদস্য সচিব হাফিজুর রহমান, ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিছুল হক মজুমদার, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের ব্যবস্থাপক নুরুল হক হোসাইন, ডেইলি স্টার প্রতিনিধি আবু তাহের, প্রথম আলো প্রতিনিধি নাজমুল হক শামীম প্রমুখ।