পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৭

‎‎পিরোজপুর, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলায় যুবক আবুল কালাম শরীফ হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এছাড়া এক আসামিকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান দুই আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া গ্রামের মো. হানিফ শরীফের ছেলে এজাজ শরীফ ও তার স্ত্রী লিমা বেগম, হাবিব শরীফের ছেলে মো. আক্কাস শরীফ ও তার স্ত্রী শেফালী বেগম, জবেদ আলী শরীফের ছেলে সাখায়েত শরীফ ও তার স্ত্রী হ্যাপি বেগম। ‎

দুই বছরের কারাদণ্ড প্রাপ্ত হলেন হানিফ শরীফের ছেলে মো. এমরান।

তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়াহিদ হাসান বাবু।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ জুলাই রাতে ভুক্তভোগী আবুল কালাম শরীফ আসামি আক্কাস শরীফের বাড়ির সামনে থেকে আসার সময় আসামিরা তার উপর হামলা চালায়। এ সময় আসামিরা আবুল কালাম শরীফকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম শরীফ মারা যান। 

পরদিন ১১ জুলাই নিহতের ভাই হাকিম শরীফ বাদি হয়ে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন। আদালত আজ এ মামলায় রায় ঘোষণা করেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট আহসানুল কবির বাদল।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০