পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৭

‎‎পিরোজপুর, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলায় যুবক আবুল কালাম শরীফ হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এছাড়া এক আসামিকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান দুই আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া গ্রামের মো. হানিফ শরীফের ছেলে এজাজ শরীফ ও তার স্ত্রী লিমা বেগম, হাবিব শরীফের ছেলে মো. আক্কাস শরীফ ও তার স্ত্রী শেফালী বেগম, জবেদ আলী শরীফের ছেলে সাখায়েত শরীফ ও তার স্ত্রী হ্যাপি বেগম। ‎

দুই বছরের কারাদণ্ড প্রাপ্ত হলেন হানিফ শরীফের ছেলে মো. এমরান।

তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়াহিদ হাসান বাবু।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ জুলাই রাতে ভুক্তভোগী আবুল কালাম শরীফ আসামি আক্কাস শরীফের বাড়ির সামনে থেকে আসার সময় আসামিরা তার উপর হামলা চালায়। এ সময় আসামিরা আবুল কালাম শরীফকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম শরীফ মারা যান। 

পরদিন ১১ জুলাই নিহতের ভাই হাকিম শরীফ বাদি হয়ে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন। আদালত আজ এ মামলায় রায় ঘোষণা করেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট আহসানুল কবির বাদল।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফুসফুস দিবস পালিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু 
নেত্রকোণায় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণে চেক বিতরণ
মহাসপ্তমীতে জামালপুরের মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়
সেপ্টেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নারায়ণগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ডব্লিউএফপিকে ৩৪ লাখ ডলার প্রদান করেছে জাপান
সুনামগঞ্জে স্ট্যাডার্ড অপারেটিং প্রসিডিউর বিষয়ক কর্মশালা
তিস্তার বন্যা ও পানি শূন্যতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে সরকারের প্রতি আইএফসি’র আহ্বান
১০