পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৭

‎‎পিরোজপুর, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলায় যুবক আবুল কালাম শরীফ হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এছাড়া এক আসামিকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান দুই আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া গ্রামের মো. হানিফ শরীফের ছেলে এজাজ শরীফ ও তার স্ত্রী লিমা বেগম, হাবিব শরীফের ছেলে মো. আক্কাস শরীফ ও তার স্ত্রী শেফালী বেগম, জবেদ আলী শরীফের ছেলে সাখায়েত শরীফ ও তার স্ত্রী হ্যাপি বেগম। ‎

দুই বছরের কারাদণ্ড প্রাপ্ত হলেন হানিফ শরীফের ছেলে মো. এমরান।

তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়াহিদ হাসান বাবু।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ জুলাই রাতে ভুক্তভোগী আবুল কালাম শরীফ আসামি আক্কাস শরীফের বাড়ির সামনে থেকে আসার সময় আসামিরা তার উপর হামলা চালায়। এ সময় আসামিরা আবুল কালাম শরীফকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম শরীফ মারা যান। 

পরদিন ১১ জুলাই নিহতের ভাই হাকিম শরীফ বাদি হয়ে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন। আদালত আজ এ মামলায় রায় ঘোষণা করেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট আহসানুল কবির বাদল।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
সাভারে বিএনপির পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচী পালিত
ইতিহাস ও সংস্কৃতি ছাড়া জাতি দুর্বল হয়ে পড়ে : ফারুকী
জামায়াত আমীরের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সময় টিভির সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর নিন্দা
সিলেটে দেড় হাজার বোতল ভারতীয় মদ জব্দ
ঢাবি উপাচার্যের ভোট কেন্দ্র পরিদর্শন
উচ্চাভিলাষী জলবায়ু পদক্ষেপে বাংলাদেশ-ব্রাজিল ঘনিষ্ঠভাবে কাজ করবে : পরিবেশ উপদেষ্টা
বাংলাদেশকে উন্নত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন ড. সালেহউদ্দিন
১০