খাগড়াছড়িতে মধু পূর্ণিমা উদযাপনে মহতি পূণ্যানুষ্ঠান

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৪
আজ খাগড়াছড়িতে মধু পূর্ণিমা উদযাপনে মহতি পূণ্যানুষ্ঠান। ছবি : বাসস

খাগড়াছড়ি, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান “মধু পূর্ণিমা” উপলক্ষে আজ খাগড়াছড়িতে মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল থেকে ধর্মপুর আর্যবন বিহারে বিশ্ব শান্তি মঙ্গল কামনায় বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টউপকরণ দান, মধু দান এবং হাজার প্রদীপ দানসহ নানাবিধ দানের মধ্যদিয়ে উদযাপন করা হয় মধু পূর্ণিমা।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে মধু পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। ভিক্ষুসংঘের ত্রৈমাসিক বর্ষাব্রতের দ্বিতীয় পূর্ণিমা তিথি মধু পূর্ণিমা। বৌদ্ধ ধর্মালম্বীরা এই পূর্নিমাকে মধু পূর্নিমা হিসেবে পালন করে থাকেন।

দিনটি উপলক্ষে সকাল থেকে নানা ধরনের ফুল, ফলমূল, মধু ও খাদ্যসামগ্রী নিয়ে বিহারে আসতে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা। এই দিনে সকালে দেশ জাতি তথা সকলের হিতসুখ ও মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা, পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিখকার দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দানসহ নানাবিধ দানানুষ্টান করেন, বৌদ্ধ ধর্মলম্বীরা। 

আয়োজকরা জানান, মধু পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে শান্তি, সহমর্মিতা ও দানের মহিমারপ্র্রতীক। এ দিনে অনেকে দান, প্রদীপ প্রজ্বালনসহ বিভিন্ন ধর্মীয় কর্মকান্ডে অংশগ্রহণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০