পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৯

পিরোজপুর, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার মঠবাড়িয়ায় কৃষি জমির ইঁদুর মারতে ফেলে রাখা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান হাওলাদার (৭৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার ছোট শৌলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হাবিবুর রহমান স্থানীয় ছোট সৌলা গ্রামের মৃত আতাহার আলী হাওলাদারের ছেলে।

আজ রোববার ওই কৃষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

তথ্য নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুল হালিম।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী কৃষক আব্দুল কুদ্দুস মাতুব্বরের বাড়ির পাশে নিজের কৃষি জমিতে ধানের বীজ রোপন করে বাড়ি ফিরছিলেন হাবিবুর রহমান। পথে লাউ, কুমড়ার জমিতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে তার ফেলে রাখেন কৃষক আব্দুল কুদ্দুস। ফেলে রাখা সেই বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে বৃদ্ধ হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান।

হাবিবুর রহমানের ছেলে আবু সাঈদ হাওলাদার বলেন, অবৈধ সংযোগ দিয়ে ফেলে রাখা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আমার বাবা ঘটনাস্থলেই মারা গেছেন। আমর এর সুষ্ঠু বিচার চাই।

ওসি আব্দুল হালিম বলেন, ঘটনাস্থল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০