পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৯

পিরোজপুর, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার মঠবাড়িয়ায় কৃষি জমির ইঁদুর মারতে ফেলে রাখা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান হাওলাদার (৭৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার ছোট শৌলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হাবিবুর রহমান স্থানীয় ছোট সৌলা গ্রামের মৃত আতাহার আলী হাওলাদারের ছেলে।

আজ রোববার ওই কৃষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

তথ্য নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুল হালিম।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী কৃষক আব্দুল কুদ্দুস মাতুব্বরের বাড়ির পাশে নিজের কৃষি জমিতে ধানের বীজ রোপন করে বাড়ি ফিরছিলেন হাবিবুর রহমান। পথে লাউ, কুমড়ার জমিতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে তার ফেলে রাখেন কৃষক আব্দুল কুদ্দুস। ফেলে রাখা সেই বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে বৃদ্ধ হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান।

হাবিবুর রহমানের ছেলে আবু সাঈদ হাওলাদার বলেন, অবৈধ সংযোগ দিয়ে ফেলে রাখা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আমার বাবা ঘটনাস্থলেই মারা গেছেন। আমর এর সুষ্ঠু বিচার চাই।

ওসি আব্দুল হালিম বলেন, ঘটনাস্থল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,২৪৩ মামলা
লেবার পার্টিকে ‘আমাদের জীবনের লড়াই’ সম্পর্কে সতর্ক করেছেন স্টারমার
ইলিশ ধরা ও বিক্রি ২২ দিন নিষিদ্ধ
নড়াইলে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান
ফাইনালে তিলক ও টুর্নামেন্টের সেরা অভিষেক
এটোশার আগুন নেভাতে কয়েকশ’ সৈন্য মোতায়েন করেছে নামিবিয়া
রাঙ্গামাটিতে গুজবে কান না দেয়ার আহ্বান সেনাবাহিনীর 
ভূমি ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রশাসনে স্বৈরাচারের দোসদের রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব না : মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ
প্রতারণা এড়াতে ‘রেল সেবা’ অ্যাপ থেকে টিকেট কেনার পরামর্শ
১০