চট্টগ্রাম, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার এলাকায় অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে এক বেকারিসহ চার প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৭ সেপ্টেম্বর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, অননুমোদিত রাসায়নিক ও ফ্লেভার ব্যবহার এবং অপরিচ্ছন্ন যন্ত্রপাতি দিয়ে খাদ্য প্রস্তুতের অপরাধে মোহাম্মদিয়া বেকারি অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে আরও তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।