ইতিহাস ও সংস্কৃতি ছাড়া জাতি দুর্বল হয়ে পড়ে : ফারুকী

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৭
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ছবি : বাসস

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আজ বলেছেন, ইতিহাস ও সংস্কৃতি ছাড়া একটি জাতি দুর্বল হয়ে পড়ে।

তিনি বলেন, ‘যখন কোনো জাতি অন্যের ওপর প্রাধান্য বিস্তার করতে চায়, তখন তারা প্রথমে দুইটি কাজ করে, বলে, তোমার কোনো ইতিহাস নেই এবং তোমার নিজস্ব সংস্কৃতি নেই। এটি অধিকারহরণের মূল পদক্ষেপ। যে জাতি তার সংস্কৃতিকে অস্বীকার করে, সে অন্যান্য আধিপত্যবাদী সংস্কৃতির কাছে দুর্বল হয়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশে আমরা এই দুই ক্ষেত্রকে গুরুত্ব দিতে চাই এবং আমরা আমাদের সংস্কৃতির ওপর কাজ করছি। এর মানে হলো আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করতে চাই।’

তিনি আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংস্কৃতি মন্ত্রণালয় খ্যাতনামা শিল্পী সাবিনা ইয়াসমিনকে এই সম্মান প্রদান করেছে।

উপদেষ্টা বলেন, ‘সাবিনা ইয়াসমিন একজন মহান সম্পদ, এবং আজ আমরা তাকে সম্মান জানাতে এখানে উপস্থিত হয়েছি। আজ তাকে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানিত করা হবে।’

তিনি উল্লেখ করেন, মূলত সিদ্ধান্ত হয়েছিল যে সংস্কৃতি মন্ত্রণালয়ই সম্মান প্রদান করবে। তবে প্রধান উপদেষ্টা নিজেই খ্যাতনামা শিল্পী সাবিনা ইয়াসমিনকে সম্মানিত করার জন্য সম্মানসূচক স্মারকপত্রে স্বাক্ষর করেছেন।

তিনি বলেন, ‘আমরা, সমাজ হিসেবে, প্রায়ই আমাদের আইকনদের সম্মান জানাতে দ্বিধা করি এবং এটি সাংস্কৃতিকভাবে অভ্যস্ত। যদি কিছু নির্দিষ্ট কাঠামোর মধ্যে না আসে, তা উদযাপন করা হয় না। আমরা সেই কাঠামো ভাঙতে চাই।’

তিনি আরও বলেন, ‘এই কারণেই, আপনারা জানেন, মাত্র কয়েকদিন আগে আমাদের মন্ত্রিসভা লালনের মৃত্যুবার্ষিকীকে ‘ক্লাস-এ’ জাতীয় দিবস ঘোষণা করেছে।’

তিনি বলেন, ‘এই সব উদ্যোগের উদ্দেশ্য হলো আমাদের নিজস্ব ঐতিহ্য উদযাপন করা। আজ আমরা সাবিনা আপার মাধ্যমে সেই ঐতিহ্য উদযাপন করতে এখানে একত্রিত হয়েছি।’

অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ, সচিব ড. শেখ আব্দুর রশিদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোফিদুর রহমান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাবিনা ইয়াসমিনের কাঁধে তার খ্যাতনামা গানের কথা খোদাই করা একটি চাদর পরিয়ে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০