সাভারে বিএনপির পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচী পালিত

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:২২
ছবি: বাসস

সাভার, ৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): বাংলাদেশকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলটির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাভার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ময়লা-আবর্জনা পরিস্কার কর্মসূচি পালন করেছে।

আজ রোববার সাভার উপজেলা পরিষদ চত্বর এলাকায় পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠনের ব্যানারে বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন দলের নেতা-কর্মীরা। এসময় সড়কে ঝাড়ু দেওয়াসহ পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করা হয়।

সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান খান মোহনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচীতে অংশ নিয়ে বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বলেন, ‘রাস্তা-ঘাট থাকুক পরিষ্কার, স্বাস্থ্য-সুখ হবে আমাদের অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে পৌর বিএনপির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। 

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভারে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা জনগণের দুর্ভোগ লাঘবে কাজে আসবে। এই কর্মসূচির মধ্যে সাভার এলাকা পরিস্কার ও পরিচ্ছন্ন রাখা অন্যতম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০