ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৪৪
ছবি : বাসস

ফেনী, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ফেনী শহরে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। 

অভিযুক্তদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশার খণ্ডিত অংশ এবং ছুরি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হোটেল ডিলাক্স সংলগ্ন এলাকা থেকে ৩-৪ জন অজ্ঞাত যুবক যাত্রীবেশে অটোরিকশায় ওঠে। তারা ৭০ টাকা ভাড়ায় মহিপাল হাইওয়ে থানায় যাওয়ার কথা বলেন। তবে চালককে ভুল পথে ফতেহপুর ফ্লাইওভারের নিচ দিয়ে নিয়ে গিয়ে ফেরার পথে চালককে ছুরি দিয়ে আঘাত করে অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়। 

আহত চালক মো. শাহিদকে (১৭) স্থানীয় পথচারীরা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় শনিবার রাতে শাহিদ ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শামসুজ্জামান বাসস’কে জানান, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- এমদাদুল ইসলাম (২১), মো. ইয়াছিন মানিক ওরফে বোমা মানিক (৪০), এনামুল হক (৫০), মো. রাশেদ (১৯), মনোহর আলী ওরফে মনা (২১) এবং মো. নুরুল আমিন ওরফে শুকুর আলী (২৮)।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মর্ম সিং ত্রিপুরা বাসসকে জানান, পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা একাধিক স্থানে অভিযান চালায়। অভিযানে ছিনতাইকালে ব্যবহৃত চাকু ও রিকশার খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাইয়ে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০