আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে চুয়াডাঙ্গায় র‌্যালি ও সভা

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ আপডেট: : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সোমবার চুয়াডাঙ্গায় শোভাযাত্রা অনুষ্ঠিত। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এটি শহরের কোট মোড় ঘুরে আবার একইস্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সোহাগ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুর বক্তব্য দেন শিক্ষার্থী মাশরুরা মাহজাবিন মাঈশা। 

এছাড়া বক্তব্য দেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোয়েব আক্তার, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদুজ্জামান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদ্র কুমার মণ্ডল।

বক্তারা বলেন, দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৭.৯০ শতাংশ। সেই তুলনায় চুয়াডাঙ্গা জেলা পিছিয়ে নেই। এ জেলায়  সাক্ষরতার হার ৭১.২০ শতাংশ। এর মধ্যে পুরুষ ৭২.০৫ শতাংশ ও নারী ৭০.৩৮ শতাংশ। শুধুমাত্র স্বাক্ষর করতে জানলেই সাক্ষরজ্ঞান সম্পন্ন মানুষ হিসেবে ধরা হবে না। কমপক্ষে একটি ভাষা লিখতে ও পড়তে জানতে হবে। তাহলে তাকে সাক্ষরজ্ঞান সম্পন্ন মানুষ বলা যায়। তবে এ সঙ্গার পরিবর্তন হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০