আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে চুয়াডাঙ্গায় র‌্যালি ও সভা

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ আপডেট: : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সোমবার চুয়াডাঙ্গায় শোভাযাত্রা অনুষ্ঠিত। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এটি শহরের কোট মোড় ঘুরে আবার একইস্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সোহাগ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুর বক্তব্য দেন শিক্ষার্থী মাশরুরা মাহজাবিন মাঈশা। 

এছাড়া বক্তব্য দেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোয়েব আক্তার, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদুজ্জামান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদ্র কুমার মণ্ডল।

বক্তারা বলেন, দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৭.৯০ শতাংশ। সেই তুলনায় চুয়াডাঙ্গা জেলা পিছিয়ে নেই। এ জেলায়  সাক্ষরতার হার ৭১.২০ শতাংশ। এর মধ্যে পুরুষ ৭২.০৫ শতাংশ ও নারী ৭০.৩৮ শতাংশ। শুধুমাত্র স্বাক্ষর করতে জানলেই সাক্ষরজ্ঞান সম্পন্ন মানুষ হিসেবে ধরা হবে না। কমপক্ষে একটি ভাষা লিখতে ও পড়তে জানতে হবে। তাহলে তাকে সাক্ষরজ্ঞান সম্পন্ন মানুষ বলা যায়। তবে এ সঙ্গার পরিবর্তন হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০