রাজশাহীতে ১৩ মাদক কারবারি আটক

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯
ছবি: সংগৃহীত

রাজশাহী, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ১৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫।

রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর রাজপাড়া থানাধীন দাসপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, সেলিম রেজা (৫৫), বুলেট অরফে রুবেল (৩০), রিদয় (২৫), শিহাব আহমেদ শিশির (২২), আনোয়ার হোসেন (৪৭), জয়নাল আবেদীন জনি (২৫), জীবন বিশ্বাস (২৩), সাজিদ আলী (২২), জাফর সাদিক অভি (২২), সৌরভ হোসেন (২৪), আরিফুল ইসলাম (৩৬), আলমগীর হোসেন (৫০) ও ইউনূস আলী (৪২)। 

আটককৃতদের মধ্যে অধিকাংশ রাজপাড়া থানার বাসিন্দা। এছাড়া একজন পুঠিয়া উপজেলা ও একজন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট এলাকার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, মোবাইল ও টাকা জব্দ করা হয়।

আজ সোমবার সকালে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি দল জানতে পারে দাসপুকুর এলাকায় ব্যাপকহারে মাদকের কেনাবেচা চলছে।  পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল ওই স্থানে নজরদারি বাড়ায় ও রাত সোয়া ১২টার দিকে অভিযান চালিয়ে ১৩ মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ মাদক জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, আটককৃতরা এলাকার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে ১৬ জনের কারাদণ্ড
অন্তর্বর্তী সরকারকে উৎখাতে ষড়যন্ত্র: সাবেক সচিব শহীদ খান কারাগারে
ডাকসু নির্বাচনে নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর হলের পকেট গেইট বন্ধ থাকবে
রাজধানীতে ডলার জালিয়াতি চক্রের মূল হোতা গ্রেফতার
মীরসরাইয়ে পিকআপের ধাক্কায় একজন নিহত
প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসারে জোর দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধি চেয়ে স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের মানসিক ভারসাম্যহীন জাকির ১৫ মাস পর ঘরে ফিরলেন
নেত্রকোণায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
ডাকসু নির্বাচনে সাংবাদিকদের সুবিধার্তে মিডিয়া সেন্টার
১০