সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:১০
ছবি: বাসস

সাতক্ষীরা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সাতক্ষীরা সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি ও মদসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। 

আজ সোমবার সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন কালিয়ানী, কুশখালী, কাকডাঙ্গা, তলুইগাছা, ঘোনা, বৈকারী, গাজীপুর, সুলতানপুর বিওপি ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, তলুইগাছা বিওপির বিশেষ অভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন নটিজঙ্গল নামক স্থান থেকে ৪৯ বোতল ভারতীয় মদ, হিজলদী বিওপি শিশুতলা থেকে ভারতীয় ওষুধ, কাকডাঙ্গা বিওপি কলারোয়া থানাধীন ছবেদার মোড় থেকে ভারতীয় পাতার বিড়ি, কুশখালী বিওপি সাতক্ষীরা সদর থানাধীন ছয়ঘরিয়া থেকে ভারতীয় ওষুধ, কালিয়ানী বিওপি সাতক্ষীরা সদর থানাধীন বটতলা থেকে ভারতীয় শাড়ি, পদ্মশাখরা বিওপি বেড়িবাধ থেকে, ঘোনা বিওপি দাঁতভাঙ্গা থেকে, মাদরা বিওপি কলারোয়া থানাধীন ভাদিয়ালী থেকে ও চান্দুড়িয়া বিওপির বিশেষ অভিযানিক দল কাদপুর মাঠ থেকে এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের অভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন রেউই বাজার এলাকা থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আট লাখ ৫২ হাজার ৬০০ টাকা। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মে. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে এবং মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরাইল : রেড ক্রস
প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
ইউক্রেনের ভূখণ্ড নিয়ে সমঝোতা কেবল জেলেনস্কিই করতে পারেন: ম্যাক্রোঁ
জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে নৌবাহিনীর রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত
রাঙ্গামাটিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ডিএসই’তে সূচকের পতন, লেনদেন ৪৭৮ কোটি টাকা
মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব শফিউল আলমের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত
ডিএসই’তে জিএম পদে যোগ দিলেন বেনী আমিন
১০