ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ‘জুলাই ২০২৪ বৈষম্যবিরোধী ও কোটা সংস্কার আন্দোলনে’ অংশ নেওয়া যুবা ও জেন্ডার ডাইভার্স কমিউনিটির জন্য একটি বিস্তৃত দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে ইউসেপ বাংলাদেশ।
কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থান, মর্যাদা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে।
সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস. মুরশিদ আজ ঢাকায় প্রধান অতিথি হিসেবে এ উদ্যোগের উদ্বোধন করেন, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইউসেপ চেয়ারপার্সন ড. উবাইদুর রব সভাপতিত্ব করেন।
অতিথিরা কেয়ার-গিভিং, জাপানি ভাষা ও গ্রাফিক ডিজাইনসহ প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করেন এবং ইউসেপ-এর নবগঠিত ‘উইমেনস কর্নার’-এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ইউসিইপি বাংলাদেশের মধ্যে ৩০ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকও তুলে ধরা হয়। এর মাধ্যমে বৈষম্যবিরোধী ও কোটা বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত ২০০ তরুণকে দক্ষতা প্রশিক্ষণ ও চাকরির সুযোগ প্রদান করা হবে।
এ উদ্যোগের প্রশংসা করে উপদেষ্টা মুরশিদ বলেন, এটি হলো ‘মর্যাদা, অন্তর্ভুক্তি ও জাতীয় অগ্রযাত্রায় সমান অংশগ্রহণ নিশ্চিত করার একটি পদক্ষেপ।’
সচিব আবু ইউসুফ এ উদ্যোগকে ‘অত্যন্ত প্রশংসনীয়’ আখ্যা দিয়ে এর সম্প্রসারণের আহ্বান জানান। ইউসেপ চেয়ারপার্সন ড. রব অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে প্রতিষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ইউসেপ নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম বলেন, এ কর্মসূচি আসলে ‘মর্যাদা পুনরুদ্ধার এবং কাউকে পেছনে ফেলে না রাখার নিশ্চয়তা প্রদান।’
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজের প্রতিনিধি, প্রশিক্ষণার্থী এবং গণমাধ্যম কর্মীরা অংশ নেন, যা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও ক্ষমতায়নের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলিত করে।