ইসলামি বইমেলা উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৮
ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে আয়োজিত ইসলামি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : পিআইডি

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, সুস্থ সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ বইয়ের মাধ্যমে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। বই হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, বইয়ে মানুষের হৃদয়কে আলোকিত করার তথ্য-উপাত্ত আছে, যা সুস্থ সমাজ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে।

আজ শনিবার বিকেলে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে আয়োজিত ইসলামি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত মিশরীয় রাষ্ট্রদূত ড. উমর ফাহমিদ। এছাড়া, প্রকাশকদের পক্ষ থেকে বক্তব্য দেন আহমেদ রফিক। 

স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন। এছাড়া অনুষ্ঠানে লেবাননের দারুল কুতুলি ইলমিয়্যা প্রকাশনীর স্বত্তাধিকারী জিহাদ বাইদুল, লেবাননের দারে ইবন হজম প্রকাশনীর স্বত্তাধিকারী আহমদ কুসাইবাতী, মিশর ও লেবাননের মুয়াসসাহ রিসালাহ আলামিয়্যাহ প্রকাশনীর স্বত্তাধিকারী হিশাম আ. রহীম, মিশরের ইবদা ও দারে ইবনে জাওযি প্রকাশনীর স্বত্তাধিকারী আহমদ হিশামসহ বিশিষ্ট ওলামায়ে-কেরাম, লেখক, প্রকাশক, বিক্রেতা, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 
 
মেলার আয়োজকরা জানান, বইমেলা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে অনুষ্ঠিত হচ্ছে এবং চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত। 

আয়োজকরা জানান, মাসব্যাপী এই মেলায় প্রায় দেড় শতাধিক স্টল স্থান পেয়েছে। পাশাপাশি মিশর, লেবানন ও পাকিস্তান থেকে প্রায় চারটি আন্তর্জাতিক স্টল এবারের বইমেলায় অংশগ্রহণ করছে। 

মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাবে। এছাড়া প্রতিদিন লেখক, পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে থাকবে ইসলামি সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। থাকবে শিশু চত্বর, ফুড কর্নার, মিডিয়া কর্নার, তথ্য কেন্দ্রসহ নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা।

মাসব্যাপী বইমেলা উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের স্টলে এবং বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে প্রকাশিত সব বইয়ে দেওয়া হবে ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক 
১০